ABP Ananda Live: পহেলগাঁওয়ে হিন্দু হত্যা, NIA স্ক্যানারে জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ার। পহেলগাঁওয়ে হামলায় সরাসরি জড়িত ফারুক আহমেদ, NIA সূত্রে খবর । আগেই কুপওয়াড়ায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ফারুকের বাড়ি। ২ বছর পাক-অধিকৃত কাশ্মীরে লুকিয়েছিল লস্করের শীর্ষ কমান্ডার ফারুক । ফারুকের তৈরি ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স নেটওয়ার্ক একাধিক হামলায় জড়িত। ১৯৯০-২০১৬, একাধিকবার পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ ফারুকের। গত ২ বছর ধরে অ্যাপের মাধ্যমে সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখত ফারুখ।